আজ আপনাদের কাছে নিয়ে এলাম জাভা ফোন দিয়ে ফেসবুক পেজে পোষ্ট(Only Text)করবেন।। অনেকেই হয়তো বলতে পারেন যে,ফেসবুক পেজে পোষ্ট করা এমন কি কঠিন ব্যাপার।আমি তাদের উদ্দেশ্যে বলছি,বেশ কিছুদিন ধরে আমরা যারা জাভা মোবাইল ইউজার ভাইয়েরা রয়েছি।আপনারা হয়তো খেয়াল করেছেন যে।।বর্তমানে জাভা দিয়ে ফেসবুক পেজে পোষ্ট করা তো দূরের কথা। পেজ অপেন করায় যাচ্ছেনা ।অনেক জাভা ইউজার আছেন যারা পেজে পোষ্ট করতে আগ্রহী কিন্তু পাচ্ছেন না।আর কোনো চিন্তা নেই । আমার দেওয়া ট্রিকটা ফলো করতে পারেন । আশা করি , সক্ষম হবেন । তো অনেক ঘাটাঘাটির পর আমি জাভা দিয়ে পেজে পোষ্ট করতে সক্ষম হলাম । তাই আজকে আপনাদের সাথে ট্রিকটা শেয়ার করার জন্য লিখতে বসলা।Mobile View অন করুন] তো প্রথমেই আপনাকে যেকোনো একটি অপেরা মিনিতে ঢূকতে হবে । যে অপেরা মিনি দিয়ে আপনি পেজে পোষ্ট করতে চাঁন , সেটাতে আগে থেকেই আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে রাখুন । আর যদি লগ ইন করা না থাকে তাহলে নাম্বার/জিমেইল, পাসোয়ার্ডের মাধ্যমে আইডিটি লগ ইন করে নিন। এরপর অপেরার হোম পেজে যান এবংEnter Address এ চাপ দিন।এরপর সেখানে লিখুনmtouch.facebook.com/(এখানে আপনার পেজের ইউজার নেইম দিন) এখানে আমি আমার পেজের ইউজারনেইম টা দিলাম অর্থ্যাৎ উদাহরণস্বরূপ এই ভাবে লিখুনঃ (mtouch.facebook.com/skshyon তারপর আপনাদের সামনে১টি ইন্টারফেইস শো করবে।এখন আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করতে থাকুন।একটু যাওয়ার পর “Write Something” নামে ১টি অপশনের মতো দেখতে পারবেন । যেটাতে ক্লিক করার মতো পজিশন শো করবে ।ঐটার উপর ক্লিক করুন ।এখানে আপনার পোষ্ট লেখালেখির জন্য ১টি বক্স পাবেন এবং বক্সটির উপরে নিচে Post লেখা দেখতে পারবেন।ভুলেও বক্সের নিচে থাকা Post লেখায় চাপ দিবেন না কারন বক্সের নিচে থাকা Post লেখাতে চাপ দিলে আপনার পোষ্ট পাবলিশ হবেনা।সো বক্সের উপরে থাকা Post লেখাটিতে চাপ দিতে হবে । তবেই আপনার পোষ্ট পাবলিশ হবে । এখন বক্সটিতে আপনি আপনার পোষ্টের বিস্তারিত লিখুন ।আপনারা আপনাদের ইচ্ছামতো লিখতে পারেন । তারপর ওকে চাপ দিয়ে পুনরায় ইন্টারফেসটিতে ফিরে আসুনএখন এই পেজটির সর্ব উপরে থাকে Post লেখাতে চাপ দিলেই আপনার পেজে করা পোষ্টটি পাবলিশ হয়ে যাবে ।আসলে বুজবেন , আপনার পোষ্ট পাবলিশ হয়েছে ।
Be first Make a comment.